শ্রীনগর উপজেলা প্রতিনিধিঃ শ্রীনগর উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের পূণঃকমিটি ঘোষনা করা হয়েছে । শুক্রবার দুপুরে এমপি সুকুমার রঞ্জন ঘোষের বাড়ি থেকে এই কমিটির ঘোষনা হয় ।
উপজেলা পূণঃকমিটিতে আজিম হোসেন খানকে সভাপতি ও রোবেল হোসেনকে সাধারন সম্পাদক করা হয়েছে । এদের মধ্যে আজিম হোসেন খান আগের কমিটির সভাপতি ছিল , তবে রোবেল হোসেনকে প্যারটের পরিবর্তে সাধারন সম্পাদক করা হয়েছে। এছাড়া কলেজ শাখা ছাত্রলীগের পূণঃকমিটিতে সভাপতি ও সাধারন সম্পাদক উভয় পরিবর্তন করা হয়েছে।
কলেজ শাখা ছাত্রলীগের পূণঃকমিটিতে সভাপতি পাভেল মোল্লাহকে ও সাধারন সম্পাদক শামীম হোসেনকে ঘোষনা দেয়া হয় ।