মুন্সিগঞ্জ, ৩ ডিসেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে যুব উন্নয়ন অধিদপ্তরের “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণের এক মাস মেয়াদী কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন ক্যাম্পাসে এ কর্মসুচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রহিমা আক্তার, মতিয়ার রহমান, উপ পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, মুন্সিগঞ্জ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও শ্রীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শান্তনা রানী প্রমুখ।