১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:৫৬
শ্রীনগরে বাসের ধাক্কায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর চৌরাস্তা এলাকায় বাসের চাপায় আব্দুল জলিল (৬০) নামে এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা-দোহার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল জলিলের বাড়ি শ্রীনগরের বাঘরা এলাকায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান জানান, সকালে আব্দুল জলিল ঢাকাগামী আরাম পরিবহনের বাসে ওঠার সময় রাস্তায় পড়ে যান। এসময় ওই বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, বাসটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

error: দুঃখিত!