২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ২:৫৮
শ্রীনগরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে বলাৎকারকারী আটক
খবরটি শেয়ার করুন:

আরিফ হোসেনঃ শ্রীনগরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বানিয়া বাড়ি এলাকায় এঘটনা ঘটে। পুলিশ রাতেই বলাৎকারকারীকে আটক করেছে।

পুলিশ জানায়, ওই এলাকার দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে খেলার কথা বলে বাড়ির বাইরে নিয়ে রুবেল মৃধা (২০) নামে এক যুবক বলাৎকার করে।

ওই ছাত্র বিষয়টি তার পরিবারকে জানালে এলাকাবাসী রুবেলকে আটক করে পুলিশে খবর দেয়।

শুক্রবার রাতে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে বলাৎকারকারীকে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

রুবেল শরিয়তপুরের জাজিরা উপজেলার নলডোবা ইউনিয়নের মাঝি কান্দি মঙ্গল মাঝি গ্রামের হাসেম আলী মৃধার ছেলে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী জানান, রুবেলের বিরুদ্ধে মামলা হয়েছে।

error: দুঃখিত!