১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:৩০
শ্রীনগরে ছাত্রদলের বিক্ষোভ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ সেপ্টেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মিরা সদ্য গঠিত পকেট আহবায়ক কমিটির বিরুদ্ধে অনাস্থা জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সোমবার বিকালে উপজেলা সদরের কাঠপট্টি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ফায়ার সার্ভিস সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা ও সদস্য সচিব পদ প্রার্থী রেদোয়ান আহমেদ রিয়াদ।

ছাত্রনেতা রিয়াদ বলেন, আমি গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী সাবেক উপ প্রধানমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতা শাহ মোয়াজ্জেম হোসেনের নির্বাচন করেছি। বিগত দিনে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে মামলা হামলার স্বীকার হয়েছি। রাজবন্দী হয়ে কয়েক মাস জেল খেটেছি। কলেজে ছাত্র দলের সুখে দুঃখে পাশে ছিলাম। এখনও আছি ভবিষ্যতেও থাকব।

সদ্য গঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব কে উদ্দেশ্য করে রেদোয়ান রিয়াদ বলেন আপনি কিছুদিন আগেও ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। এখনও ছাত্রলীগের সাথে আতাত আছে আপনার। আমার কাছে এর প্রমান আছে। তাই উপজেলা ছাত্র দলের আহবায়ক কমিটিতে আপনার মতো অনুপ্রবেশকারী কাউকে আমরা সদস্য সচিব হিসেবে মেনে নিব না।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মেহেদি হাসান, সরকারী শ্রীনগর কলেজ শাখার ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শেখ শাওন, যুগ্ম আহবায়ক আমীর হোসেন, সদস্য মোঃ সিজান, পাটাভোগ ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি অলি আহমেদ ইমরান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নাঈম ইসলাম, কোলাপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক অর্থবিষয়ক সম্পাদক অনিক আহমেদ, ছাত্রদল নেতা রিজভী আহমেদ, রিয়াদ হোসেন,জাকির হোসেন রকি, সিফাত হোসেন জয়,রোহান, জয় আহসান সহ সকল ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।

error: দুঃখিত!