৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:৫৬
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ মে, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে যৌতুকের জন্য এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মধ্য কামারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার মজিবর খানের ছেলে সুমন খানের সাথে বালাশুর বানিয়া বাড়ি এলাকার নুর ইসলাম আকনের মেয়ে সুমাইয়া আক্তারের সাথে প্রায় ৮ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ৭ বছরের এক সন্তান রয়েছে। সুমন কুয়েত প্রবাসী ছিলেন। করোনা ভাইরাসের কারণে দেশে আসার পর থেকে সে বেকার হয়ে পড়লে তার স্ত্রীকে ২ লাখ টাকা বাবার বাড়ী থেকে যৌতুক এনে দিতে বলে। টাকা না এনে দিতে পারায় স্ত্রী সুমাইয়ার সাথে সুমন ঝগড়া বিবাদ শুরু করে। বুধবার সকালে সুমন পুনরায় টাকা এনে দেওয়ার জন্য চাপ দিলে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে সুমন তার স্ত্রীকে মারধর শুরু করে। এসময় স্থানীয়রা সুমাইয়া আক্তারকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে এঘটনায় সুমাইয়া আক্তার বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে শ্রীনগর থানার ডিউটি অফিসার বলেন, থানায় অভিযোগ হয়েছে । দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!