মুন্সিগঞ্জ, ১৩ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আসন্ন কোরবানির ঈদে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ৪টি অস্থায়ী গরু ছাগলের হাট প্রায় দেড় কোটি টাকা মূল্যে ইজারা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে প্রকাশ্যে টেন্ডার বক্স খুলে দরদাতাদের নাম ও মূল্য ঘোষণা করা হয়। এসময় সর্বোচ্চ দরদাতাদেরকে ইজারা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে ইজারা ঘোষণা করেন উপজেলা সহকারি কমিশনার মো. গোলাম রাব্বানী সোহেল।
এসময় শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইজারায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কেদারপুর নবারুণ সংসদ মাঠ, ভাগ্যকুল মান্দ্রা, বাঘড়া ইউনিয়নের বাঘড়া হাট ও বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর অস্থায়ী গরুর হাট ১ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার ২৫০ টাকায় ইজারা দেওয়া হয়।
ভাগ্যকুল ইউনিয়নের কেদারপুর নবারুণ সংসদ মাঠ ৯২ লাখ ২৫০ টাকা সর্বোচ্চ দর দিয়ে ইজারা পান আজাহার হোসেন। ভাগ্যকুল মান্দ্রা হাট সর্বোচ্চ ৩২ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা পান শওকত আলী, ভাগ্যকুল মান্দ্রা, বাঘড়া ইউনিয়নের বাঘড়া হাট ও বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর অস্থায়ী গরুর হাট ১ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার ২৫০ টাকায় ইজারা দেওয়া হয়। বাঘড়া বাজার সংলগ্ন অস্থায়ী হাটটি ১২ লাখ টাকায় টাকায় ইজারা পান শফিকুল ইসলাম, বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর অস্থায়ী গরু ছাগলের হাটটি ১০ লাখ ৮২ হাজার টাকায় ইজারা পান শেখ হাফিজুর রহমান।
অপরদিকে উপজেলার বেলতলী জি.জে. উচ্চ বিদ্যালয় মাঠ অস্থায়ী গরু ছাগলের হাটটির জন্য কোন দরপত্র পড়েনি। আগামী ১৮ মে ২০২৫ হতে ১৯ মে ২০২৫ তারিখ পর্যন্ত দ্বিতীয় ধাপে দরপত্র ক্রয়, দাখিল ও ইজারাদার নির্ধারণ হবে।