মুন্সিগঞ্জ, ৮ জুলাই, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
উপন্যাসিক, শিশুতোষ সাহিত্যিক ও বিশিষ্ঠ শিক্ষাবিদ কবি সালেহা হোসেনের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাদের নিজ নিজ এলাকার মসজিদে বুধবার বাদ আছর মরহুমার রুহের মাগফেরাত কামনায় এই দোয়ার আয়োজন করেন।
তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেনের সহধর্মিণী।
কবি সালেহা মোয়াজ্জেম ঢাকার কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। ২০০৯ সালে ৭ জুলাই তিনি ইন্তেকাল করেন।