২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ১১:৫৬
শ্রীনগরের বাঘড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকায় মাওয়া সেনা ক্যাম্পের সেনাবাহিনীর একটি টহল দল কর্তৃক অবৈধ মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযানের মাধ্যমে ২ পুরী (১০ গ্রাম) গাঁজা, মাদক গ্রহণের আলামত এবং ৮ টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বাঘড়া ইউনিয়নের আল আমিন বাজার ও বাঘড়া এলাকা থেকে এসব উদ্ধার হয়।

সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বলা হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীনে ১৯ বীর কর্তৃক বাঘড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্য আসে।

পরবর্তীতে মাওয়া সেনা ক্যাম্পের টহল দল তাৎক্ষনিকভাবে রাত ১২টায় শ্রীনগর উপজেলার আল আমিন বাজার, বাঘড়া এলাকায় মাদকগ্রহণের স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত তল্লাশি অভিযানে মাদক গ্রহনের স্থান হতে ২ পুরী (১০ গ্রাম) গাঁজা, মাদক গ্রহণের আলামত এবং ৮ টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয় তবে ঘটনাস্থল হতে কাউকে পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, ঘটনাস্থল হতে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো তারা মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে মারামারিসহ সন্ত্রাসী ও সহিংসতামূলক কার্যকলাপে ব্যবহার করতো। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনীয় কার্যক্রমের জন্য শ্রীনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।