১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১০:৫৯
Search
Close this search box.
Search
Close this search box.
শীতলক্ষ্যায় মুন্সিগঞ্জগামী লঞ্চ ডুবানো ঘাতক কার্গো আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ মার্চ, ২০২২, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কয়লাঘাট এলাকায় মুন্সিগঞ্জগামী এম এল আশরাফউদ্দিনকে ধাক্কা দিয়ে ডোবানোর ঘটনায় ঘাতক কার্গো জাহাজ এমভি রুপসী-৯ আটক করেছে নৌ পুলিশ।

গজারিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, এসময় ৬-৭ জনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় পুলিশ জানাতে চায়নি।

রোববার (২০ মার্চ) সন্ধ্যার দিকে গজারিয়া অংশের মেঘনা নদীর হোসেন্দি এলাকায় সিটি গ্রুপের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে নোঙর করা অবস্থায় কার্গোটি আটক করা হয় বলে জানান গজারিয়া কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার লুৎফর রহমান।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এম এল আশরাফ উদ্দিন দুপুর ২ টা’র দিকে ছেড়ে আসার সময় কার্গো জাহাজের ধাক্কায় নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকায় ডুবে যায়। বিকাল ৩টা ৩৮ মিনিটের দিকে লঞ্চটির ডুবে যাওয়া স্থান শনাক্ত করে উদ্ধারকারী নৌ বাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা। এরপর ঘটনাস্থল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৬ টি মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত আরও অন্তত ১০-১২ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। লঞ্চ উদ্ধারের চেষ্টা চলছে। ৩ টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

error: দুঃখিত!