২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:১৫
বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারী শাহ মোয়াজ্জেম নির্বাচন করতে চান মুন্সিগঞ্জ-১ থেকে
খবরটি শেয়ার করুন:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করতে বিএনপির মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের অন্যতম পরিকল্পনাকারী শাহ মোয়াজ্জেম।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর খুনিদের রেহাই দেওয়ার জন্য দায়মুক্তি (ইনডেমনিটি) অধ্যাদেশ জারি করে খন্দকার মোশতাক সরকার। এই ঘটনার ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার সেই দায়মুক্তি আইন বাতিল করে, যার মধ্য দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ সুগম হয়। ওই বছরের অক্টোবরে ধানমন্ডি থানায় মামলা হয়। পরের বছর ১৯৯৭ সালে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে অভিযোগপত্র দেয়। ১৯৯৮ সালে সাক্ষ্যপ্রমাণ পেয়ে হত্যার দায়ে ১৫ জনের ফাঁসির রায় দেন ঢাকার মহানগর দায়রা জজ কাজী গোলাম রসুল।

এ মামলার কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষী ও আসামির আদালতে দেওয়া সাক্ষ্যতে উঠে আসে মুন্সিগঞ্জের শাহ মোয়াজ্জেমের নাম।

শাহ মোয়াজ্জেম হোসেন ছাত্র জীবন থেকেই রাজনিতির সাথে জড়িত ছিলেন। তিনি ১৯৭২ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হুইপ এর দায়িত্ব পালন করেছেন। তিনি খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রীসভার একজন মন্ত্রীও ছিলেন। এরপর তিনি হুসেইন মুহাম্মাদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগদান করেন। কিন্তু তাকে ১৯৯২ সালে দল থেকে বহিস্কার করে দেওয়া হয়। তারপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। তিনি দলটির ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

error: দুঃখিত!