২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৪:৫০
Search
Close this search box.
Search
Close this search box.
শাহরুখ আর আমার সম্পর্ক খুব স্পেশাল: দীপিকা
খবরটি শেয়ার করুন:
শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে রাজকীয় অভিষেক ঘটে দীপিকা পাড়ুকোনের। কিং খানের হাত ধরে রূপালী জগতে পা রাখার কারণেই দীপিকা পৌঁছতে পেরেছেন বর্তমান অবস্থানে- এমনটাই বলে লোকে। মানেন দীপিকা নিজেও। বলিউড বাদশাহর প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতাও এজন্য জানিয়েছেন বহুবার। দীপিকার প্রতি নিজের স্নেহ বিভিন্নভাবে প্রকাশ করেছেন শাহরুখ খানও। কিন্তু সেই সুন্দর সুসম্পর্কে নাকি চিড় ধরেছে!
অবশ্য দীপিকা পাড়ুকোন এ প্রসঙ্গে বললেন, ‘শাহরুখ আর আমার সম্পর্ক খুব স্পেশাল। কোনো কিছুই তাতে ভাঙ্গন ধরাতে পারবে না।’
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে সম্প্রতি আলোচনার ঝড় তুলেছেন দীপিকা। যদিও পরবর্তীতে তিনি দাবি করেছেন, চ্যালেঞ্জ জানানোর উদ্দেশ্য ছিল না তার। কিন্তু বলিউড বাতাসে ভাসছে গুঞ্জন- বিষয়টি মোটেও সহজভাবে নিতে পারেননি শাহরুখ। তাই নাখোশ তিনি দীপিকার ওপর।
শাহরুখ-দীপিকাকে এই মুখোমুখি অবস্থানে এনে দাঁড় করিয়েছে দুটি মুক্তি প্রতীক্ষিত সিনেমা- ‘দিলওয়ালে’ ও ‘বাজিরাও মাস্তানি’। প্রথমটি শাহরুখ খানের সিনেমা, সঙ্গে আছেন কাজল। ‘বাজিরাও’-এর নায়িকা দীপিকা, বিপরীতে আছেন রণবীর সিং। দুটি সিনেমাই আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। একই দিনে মুক্তি পাওয়া দুটি সিনেমাকে প্রচলিত অর্থে প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
ইনস্টাগ্রামে নতুন সিনেমার ফার্স্ট লুকের ছবি প্রকাশ করেন দীপিকা। ছবির সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা ছিলো, ‘চ্যালেঞ্জ এক্সেপ্টেড’- এতে অনেকেই খুঁজে পেয়েছেন শাহরুখের সঙ্গে তৈরি হওয়া প্রতিদ্বন্দ্বিতার আমেজ উস্কে দেয়ার ইঙ্গিত।
কিং খানঘণিষ্ঠ সূত্রের খবর, দীপিকার এমন আচরণে শাহরুখ বিরক্ত হয়েছেন, চটেছেন। সে কথা জানতে পেরেই কিনা কে জানে, দীপিকা ইনস্টাগ্রামের ছবির নিচ থেকে ওই হ্যাশট্যাগ সরিয়ে নিয়েছেন। তবে এ নিয়ে আলোচনা থামেনি এখনো।
এক অনুষ্ঠানে এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে দীপিকা জবাবে বলেন, ‘দুটো ছবি আলাদা ঘরানার। আমি প্রযোজক বা পরিচালক নই, তাই ব্যবসা নিয়ে আমার ধারণা নেই। শাহরুখ আর আমার সম্পর্ক খুব স্পেশাল। কোনো কিছুই তাতে ভাঙ্গন ধরাতে পারবে না।’
দীপিকার এ বক্তব্যে শাহরুখের বিরক্তির পাথর গলেছে কিনা তা জানা যায়নি এখনো!
error: দুঃখিত!