ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কোটি টাকার ওষুধ এবং ৩৫ লাখ টাকার মোবাইল উদ্ধার করেছে । কুরিয়ার এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয় । তবে এ ঘটনায় কাউকে আটক করা যাযনি ।
এগুলো এমিরেটস, ড্রাগন এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজের চারটি ভিন্ন ভিন্ন ফ্লাইটে ভিন্ন ভিন্ন দিনে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিল।
ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষের সহকারী কমিশনার শহীদুজ্জামান জানান, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাঁরা সন্দেজজনক গতিবিধি লক্ষ করেন এবং এই ফুটেজ অনুসরণ করে তাঁরা প্রায় দুই কোটি টাকার ওষুধ ও ৩৫ লাখ টাকার মোবাইল উদ্ধার করেন। ওষুধগুলো মূলত ডায়াবেটিস ও ক্যান্সারের। অতিরিক্ত গরমের কারণে সব ওষুধই ব্যবহার অযোগ্য হয়ে গেছে।
জানা গেছে, টিজি ৩২১, কেএ ১১০, ইকে ০৫০৬ ও ইকে ৫৮২ ফ্লাইটের মাধ্যমে এই চালানগুলো দেশে আসে। গার্মেন্টের ফেব্রিকস হিসেবে আনা হলেও এগুলোর ভেতরে অবৈধ মোবাইল ও ওষুধ পাওয়া যায় ।
এ ব্যাপারে বিভাগীয় মামলা হয়েছে বলে জানান তিনি ।