২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৪:০৫
শনিবার থেকে মুন্সিগঞ্জে শুরু হচ্ছে করোনার অ্যান্টিজেন টেস্ট
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ ডিসেম্বর, ২০২০, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

নতুন করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় শিগগিরই মুন্সিগঞ্জে অ্যান্টিজেন টেস্ট শুরু হচ্ছে।

অ্যান্টিজেন পরীক্ষার জন্য আগামীকালকেই কিট মুন্সিগঞ্জে পৌছাবে বলে জানা গেছে অ্যান্টিজেন পরীক্ষার কার্যক্রম চালাতে আজকে মুন্সিগঞ্জ থেকে ১ জন চিকিৎসক ও একাধিক মেডিকেল টেকনোলজিস্টকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ রাত ১১ টা’র দিকে ‘আমার বিক্রমপুর’ কে জানান, শনিবার থেকে এই কার্যক্রম শুরু করতে আমরা নির্দেশনা পেয়েছি। কাল বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানাতে পারবো।

অ্যান্টিজেন টেস্ট কি?

কারও দেহে ভাইরাসের সংক্রমণ ঘটেছে কি না, তা দ্রুততম সময়ে জানার পদ্ধতি হল অ্যান্টিজেন টেস্ট। এজন্য নাক বা মুখ গহ্বর থেকে নমুনা সংগ্রহ করা হয়।

রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা আরটি-পিসিআর পদ্ধতি সংক্রমণ শনাক্তে বিশ্বে সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে বিবেচিত।

তবে এই পদ্ধতিতে নমুনা সংগ্রহের পর ফল পেতে বেশ সময় লেগে যায়, খরচও তুলনামূলকভাবে বেশি। তাছাড়া সব জায়গায় এ পরীক্ষার জন্য প্রয়োজনীয় ল্যাবরেটরিও নেই।

সেখানে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে আধা ঘণ্টার মধ্যে জানা যাবে করোনাভাইরাস সংক্রমণ ঘটেছে কি না।

গত মার্চে বাংলাদেশে নতুন করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর এ পর্যন্ত শুধু আরটি-পিসিআর টেস্টই চলে আসছিল। তবে পরীক্ষায় গতি আনতে অ্যান্টিজেন টেস্ট শুরুর ওপর জোর দিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা।

এই প্রেক্ষাপটে গত ১৭ সেপ্টেম্বর নতুন করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দেয় সরকার।

error: দুঃখিত!