কয়েক দিনের টানা বৃষ্টিতে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া কনকসার ইউনিয়নের কয়েকটি গ্রাম ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। মাওয়া চৌরাস্তাসহ কনকসার ইউনিয়নের জেলে পাড়া, বেদে পল্লী, বেলদার পল্লীসহ বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়ে আছে।
মেদিনী মন্ডল স্থানীয়রা জানিয়েছেন ছোট ছোট বেশকিছু খাল ভরাট হয়ে যাওয়ার কারণে এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে বলে জানান। কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ জানান, তার ইউনিয়নে বেশ কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
ঘোড়দৌড় সেতু থেকে কনকসার ইউনিয়নের পাশ দিয়ে হলদিয়ার গোয়ালিমান্দ্রা পর্যন্ত একটি খাল ছিল। খালটি ভরাট করে বাড়িঘর, মার্কেট ও দোকানপাট নির্মাণ করা হয়েছে। খাল ভরাটের কারণে পানি নিস্কাশনের কোন পথ নেই। তাই সামান্য বৃষ্টিতেই নিম্নাঞ্চলে জলবদ্ধতার সৃষ্টি হয় ।