১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:১৬
‘রেষ্টুরেন্ট খুলবে না, হোম ডেলিভারি করা যাবে’- ইউএনও
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ মে ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মুন্সিগঞ্জ সদর উপজেলার কোন রেষ্টুরেন্ট-রেস্তোরা খোলা যাবে না। তবে জনসাধারণের সুবিধার্থে কিছু নির্দেশনা মেনে খাবার হোম ডেলিভারি করা যাবে’-এসব তথ্য জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহাম্মেদ।

রোববার (১০ মে) এক প্রশ্নের জবাবে তিনি ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য জানান।

ইউএনও বলেন, স্বাস্থ্যবিধি মেনে রেষ্টুরেন্টগুলোর রান্নাঘর খোলা রাখা যাবে। তবে যারা খাবার ডেলিভারির সাথে জড়িত তারা রান্নাঘরে ঢুকতে পারবেন না। খাবার পার্সেল করে রেষ্টুরেন্টের বাইরে থেকে তাদের খাবার বুঝিয়ে দিতে হবে।

তিনি বলেন, রেষ্টুরেন্টে বসে খাওয়ার কোন সুযোগ নেই। এটা একেবারেই নিষেধ। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় থেকেও এ ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, মুন্সিগঞ্জ সদর উপজেলায় বেশ কয়েকটি বাংলা ও চাইনিজ খাবারের রেষ্টুরেন্ট রয়েছে। প্রতিবছর রমযান ও ঈদে এসব রেষ্টুরেন্টে অর্ধ কোটি টাকার খাবার বিক্রি হয়। বর্তমানে মুন্সিগঞ্জে কয়েকটি প্রতিষ্ঠান নির্দিষ্ট এলাকাতে খাবার হোম ডেলিভারি করে থাকে।

error: দুঃখিত!