মুন্সিগঞ্জ, ৩ জানুয়ারি ২০২৫, শ্রীকান্ত দাস (আমার বিক্রমপুর)
নানা অনিয়মের দায়ে মুন্সিগঞ্জ শহরের রেনেসাঁ, ডক্টরস ও ফেমাস ক্লিনিককে অর্থদণ্ড করেছেন সামারি ট্রায়াল কোর্টের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।
গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের মানিকপুর এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না থাকায় এবং টেকনিশিয়ান ছাড়াই সাধারণ অদক্ষ লোক দিয়ে পরীক্ষা নিরিক্ষা করায় রেনেসাঁ ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার, ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও ফেমাস হেলথ কেয়ার নামক ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এছাড়া ১৫ দিনের মধ্যে সকল আইনী শর্তসমূহ প্রতিপালনের সময়সীমা বেঁধে দেওয়া এবং সেবাপ্রদানকারী অযোগ্য স্টাফদের বের করে দেওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন, অপর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের ডাক্তার মোহাম্মদ আশিক ইমরান খান, স্যানিটারি ইন্সপেক্টর গাজী আমিন ও মুন্সিগঞ্জ থানা পুলিশের একটি দল।