১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১:১০
এবার রামপালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় যুবলীগ নেতা অাহত
খবরটি শেয়ার করুন:

রামপাল প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপালে স্বতন্ত্র প্রার্থী ‘সিটি বাচ্চু’র তান্ডবে উঠে দাড়াতে পারছেনা স্থানীয় অাওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাকিম বেপারী’র বাড়িতে হামলা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহেদ মীর কে মারধরের পর এবার গতকাল ৫ই মে ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ কবির সোহেল এর হাত ভেঙে দিয়েছে স্বতন্ত্র প্রার্থী বাচ্চু শেখের সমর্থক বহিরাগত ক্যডাররা। এর মধ্যে ছাত্রলীগ নেতা জাহেদ মীর এর উপর হামলার সময় একসময়ের ডাকাত বাহিনীর প্রধান, ‘সিটি বাচ্চু’ খ্যাত বাচ্চু শেখ নিজেই উপস্থিত। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়।

উল্লেখিত সবাই ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি ও ইউপি নির্বাচনে রামপালের অাওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মোল্লার নির্বাচনী প্রচারণাকালে এভাবে হামলার শীকার হন।

ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় এখানে রহস্যজনক অবস্থানে রয়েছে প্রশাসন।

অাগামীকাল ৭ই মে শনিবার এই ইউনিয়নে ভোট কার্যক্রম অনুষ্ঠিত হবে।

error: দুঃখিত!