২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১:২২
রাতে মাওয়া ঘুরতে এসে বাড়ি ফেরা হলো না পান্নার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

রাতে মুন্সিগঞ্জের মাওয়ায় ঘুরতে এসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে পান্না বণিক (৩৫) নামের এক নারীর।

সোমবার ভোর ৬ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় ধলেশ্বরী টোল প্লাজার অদূরে পিকআপের ধাক্কায় প্রাইভেটকারে থাকা ওই নারী নিহত হন।

এসময় আহত হন কাভার্ড ভ্যান চালক মাহফুজসহ প্রাইভেটকারে থাকা আরও ৪ জন। তারা হলেন- শিল্পী ঘোষ, দীপ্ত বনিক, ঈশিতা ঘোষ ও নিহত পান্নার ১৩ মাসের শিশু।

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী এসব তথ্য দিয়ে জানান, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে পরপর দুইটি পণ্যবাহী পিকআপ ভ্যান প্রাইভেটকারকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে৷ এসময় প্রাইভেটকার আরোহী ওই নারী নিহত হন।

নিহত পান্না বণিক কিশোরগঞ্জের বাজিতপুর এলাকার বাসিন্দা ও খোকন রায়ের স্ত্রী।

নিহতের মরদেহ উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখান থেকে পরবর্তীতে শ্রীনগর থানায় নিয়ে যাওয়া হয় বলে জানান শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ।

গতকাল রোববার ভোর সকালে ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনায় নিহত হন এক প্রাইভেট কার চালক। আহত হন অন্তত ১০ জন

error: দুঃখিত!