মুন্সিগঞ্জ, ২৩ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দিতে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকের বাড়িতে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী মৃণাল কান্তি দাস সমর্থকদের বিরুদ্ধে।
গতকাল শুক্রবার বিকালে মোল্লাকান্দির আনন্দপুর এলাকায় কাঁচি সমর্থক হেবা মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। এসময় আ. লীগ প্রার্থীর সমর্থকরা বসতবাড়ির বিল্ডিয়ের জানালায় দুই রাউন্ড গুলি করে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় কাঁচি প্রতীকের সমর্থক মহিউদ্দিন মোল্লার অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীর সমর্থন করায় নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক শওকত দেওয়ান ও বাবু কাজী লোকজন নিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটায়।
মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন হোসেন জানান, হেবা মোল্লা স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের পক্ষে শুক্রবার সন্ধ্যায় আনন্দপুর এলাকায় উঠান বৈঠক করায় ক্ষিপ্ত হয়ে নৌকা সমর্থক শওকত ও বাবু এ ঘটনা ঘটায়।
অভিযোগের বিষয়ে শওকত দেওয়ান ও বাবু কাজীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, এ বিষয়ে বিস্তারিত তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।