১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সন্ধ্যা ৭:২১
মোটররিক্সা বন্ধে শৃঙ্খলা ফিরে এসেছে শহরের রাস্তায়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ পৌর এলাকায় মোটরচালিত রিক্সা বন্ধ করে দেয়ার পর শৃঙ্খলা ফিরে এসেছে শহরের রাস্তায়।

অপরিপক্ক চালক ও যত্রতত্র যাত্রী ওঠানামা করায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকতো পৌর এলাকার রাস্তাগুলোতে। যার ফলে ভোগান্তি পোহাতে হত সাধারণ মানুষের। তবে জেলা ট্রাফিক পুলিশ ও মুন্সিগঞ্জ পৌরসভার অনড় অবস্থানের কারনে শৃঙ্খলা ফিরে এসেছে শহরের রাস্তায়। যানজটও কমেছে পূর্বের তুলনায়।

শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার রিক্সা চালক অানু মিয়া ‘অামার বিক্রমপুর’ কে বলেন, পৌর মেয়র ফয়সাল বিপ্লবের পদক্ষেপ এর কারনে অামরা অন্তত শহরে রিক্সা চালিয়ে অাগের তুলনায় ভালো অাছি। অাগে মোটর চালিত রিক্সার দাপটে অামাদের রিক্সায় যাত্রী উঠতে চাইতো না। এখন যাত্রীরা স্বাচ্ছন্দ্যে প্যাডেল চালিত রিক্সায় যাতায়াত করছে।

এভিজেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী অর্ক বলেন, শহরে মোটর চালিত রিক্সা অতিরিক্ত চলার কারনে প্রায়ই দূর্ঘটনা ঘটতো। এখন দূর্ঘটনা কমে এসেছে।