মাঠে তিনি যেমন মাত্র এক বছরের ক্যারিয়ারে নিজেকে ‘বড় তারকা’ হিসেবে প্রমান করেছেন তেমনি মাঠের বাইরেও তাকে ঘিরে আগ্রহের শেষ নেই। এমনটা জানালেন খোদ সেই তারকা মানে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের বাবা আবুল কাশেম গাজী।
প্রতিদিন অনেক অপরিচিত মানুষ মুস্তাফিজদের সাতক্ষীরার বাড়িতে যান। সবাই তাদের শুভকামনা করেন। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্যখানে। অনেক তরুণী নাকি তার কাছে মুস্তাফিজের ফোন নম্বর চান। তবে, কোন ভাবে সেই ব্যাপারটা এড়িয়ে যান মুস্তাফিজের বাবা।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বললেন, ‘প্রতিদিন আমাদের ঠিকানায় অনেক চিঠি আসে। আমি পোস্ট অফিসে গিয়ে বলে এসেছি, তারা যেন আমাদের ঠিকানার কোনো চিঠি বাড়িতে না পাঠায়। মুস্তাফিজ এখন অনেক ছোট। খেলায় মনযোগ দেয়ার সময় এখন।’
তবে, এই ছোট মুস্তাফিজই প্রায় রোজ মাঠে গড়েন অবিশ্বাস্য সব কীর্তি। এবারে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে তিনি সাত ম্যাচ খেলে নিয়েছেন আট উইকেট। আর আন্তর্জাতিক ক্রিকেটে তার পারফরম্যান্সের কথা বহু বার, বহু জায়গায় বলা হয়।
পরিবারেও মুস্তাফিজ আর সেই ছোট্টটি নেই। সম্প্রতি বাবার জন্য নিজের উপার্জনের টাকায় কিনে ফেলেছেন গাড়ি।