কাটার, স্লোয়ারসহ বৈচিত্র্যময় বোলিংয়ে গেল এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে মাতিয়ে বেড়ানো মুস্তাফিজুর রহমান। এতোদিন বাংলাদেশ দলের হয়েই দ্যুতি ছড়িয়েছেন। এবার সেই সীমানাটা বাড়িয়ে নিয়েছেন ভারতের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ক্রমেই ব্যাটসম্যানদের কাছে আরো অচেনা হয়ে উঠছেন বাংলাদেশের পেস আক্রমণের প্রধান এই হাতিয়ার।
তাকে মোকাবেলা করাটাই চ্যালেঞ্জ হয়ে উঠেছে ব্যাটসম্যানদের জন্য। আর আইপিএলে সবার দৃষ্টি থাকায় ক্রিকেটে বিশ্বও মেতে উঠেছে মুস্তাফিজ বন্দনায়। ক্রিকেটের সাবেক গ্রেট থেকে শুরু করে প্রতিপক্ষরা পর্যন্ত মুস্তাফিজ স্তুতি করে যাচ্ছেন। এবার এই তালিকায় যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন।
‘দ্যা ফিজ’ নামে পরিচিত পাওয়া এই কাটার মাস্টারকে এক সময়ের ক্রিকেট বিশ্বে আতঙ্ক ছড়ানো ‘দ্যা কিং অব সুইং’ খ্যাত পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরামের সাথে তুলনা করলেন স্টেইন। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান স্টেইন।
বললেন, ‘ওয়াসিম আকরামের মধ্যে যে এক্স ফ্যাক্টর ছিল মুস্তাফিজের মধ্যেও সেটা আছে। আমি বলছি না সে ওয়াসিমের মতো সুইং করাতে পারে। কিন্তু তাকে বোলিং করতে দেখা সত্যিই চমৎকার।’
তবে মুস্তাফিজকে একটি জায়গায় ওয়াসিম আকরামের চেয়েও এগিয়ে রাখলেন স্টেইন। বললেন, ‘আমরা সাধারণত দেখি ডানহাতি বোলাররা অফ কাটার করে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেন। কিন্তু বাঁহাতি মুস্তাফিজ কাটার ও পেস পরিবর্তন করতে পারে। এটা আগে কখনও কোনও বোলারের মধ্যে দেখা যায়নি।’
মুস্তাফিজের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে ডেল স্টেইন বললেন, ‘আশা করছি দিনে দিনে সে আরও শক্তিশালী হবে। আশা করছি ভবিষ্যতে আমরা আরও অনেক মুস্তাফিজের দেখা পাবো।’