২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৪:৫৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সীগঞ্জ সদরে তরুনী’র জন্য মানবিক সাহায্যের আবেদন
খবরটি শেয়ার করুন:

জেড রহমান : মুন্সীগঞ্জ সদর উপজেলার আমঘাটা গ্রামের আঃ বারেক খান ও পারুল বেগমের মেয়ে বাছিরন নেছা (২০) দীর্ঘদিন যাবৎ থ্যালাসেমিয়া ও হার্টের রোগে ভুগছে । তার দরিদ্র মা বাবার পক্ষে চিকিৎসা চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে না । এমতাবস্থায় সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে বাছিরন নেছার জন্য মানবিক সাহায্যের আবেদন করা হয়েছে । বাছিরনের মোবাইল নং- ০১৯৬৩৮১৬৪১৩

এ প্রতিবেদকের সাথে বাছিরনের দেখা কাচারির সম্ভার লাইব্রেরীতে । বাছিরন কাপঁছে আর কেঁদে কেঁদে বলছে- সে পৌরসভায় এসছিল বড় নেতার কাছে সাহায্যের আবেদন করতে । সেখান থেকে আবেদনপত্র লেখার জন্য একটা দোকানে পাঠায় । দোকানে গিয়ে সে মাথা ঘুড়ে পড়ে যায় । একটু সুস্থ্যবোধ করলে দোকানদার অন্য দোকানে পাঠায় । সে ঘুরতে ঘুরতে সম্ভার লাইব্রেরীতে চলে আসে । তার পায়ের একটি জুতা আর টাকা কোথায় পড়ছে সে বলতে পারে না । তাই সে উপস্থিত সকলের কাছে তার হারানো দ্রব্য খুঁজে দিতে, আবেদনপত্র লিখে দিতে আর ভাড়ার টাকা দিয়ে সাহায্য করতে হাত জোড় করে ।

error: দুঃখিত!