মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড এলাকায় নদীতে বালুবাহী দুটি বাল্কহেড ডুবে গেছে। এতে ওই দুটি নৌযানে থাকা ২৬ জন শ্রমিক উদ্ধার হলেও এখনো নিখোঁজ আছেন ৩২ জন। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ জানান, জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকূল থেকে বালু কেটে তা দুটি বাল্কহেডে নিয়ে ৫৮ জন বালু শ্রমিক নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে নৌযানটি লৌহজংয়ের কুমারভোগে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের কাছাকাছি এলে দুটি বাল্কহেড ডুবে যায়। এরপর ওই দুটি নৌযানের ২৬ জন শ্রমিককে উদ্ধার করা হয়। কিন্তু নিখোঁজ আছেন ৩২ জন। তাঁদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ডুবুরিরা এলে উদ্ধারকাজ চলবে।