মুন্সীগঞ্জে মাদকের নেশা ভুলে,মেতে থাকুন হেসে খেলে এই স্লোগানে আইজিপি কাপ (অনুর্ধ ২১) আন্ত: থানা যুব কাবাডী প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়াসংস্থার আয়োজনে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সহযোগিতায় মঙ্গলবার হতে বৃহস্পতিবার পর্যন্ত ৩ দিনব্যাপি এ খেলা অনুষ্ঠিত হয়। মোট ৬টি দল অংশ গ্রহন করে টুর্নামেন্টে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে টঙ্গিবাড়ি উপজেলা ১৮ পয়েন্ট চ্যাম্পিয়ান এবং গজারিযা উপজেলা ১৩ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ থেকে ফাইনালে জেতা এই দল নিয়েই সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত টিম নিয়ে আইজিপি কাপের মূল খেলা অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার বিল্পব বিজয় তালুকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস,অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল হালিম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুজ্জামান আনিস, সদর পৌর মেয়র এরাদত মানু, এসপি মো. মাহফুজুর রহমান, এএসপি সামজ্জামান বাবু, এএসপি ট্রাফিক মো: মনিরুজ্জামান,সদর উপজেলার মুক্তিযুদ্ধা কমান্ডার কাদের মোল্লা, জেলা ক্রীড়াসংস্থার সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম,জেলা শ্রমিকলীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন, এ্যাডভোকেট লাবলু মোল্লা, কাউন্সিলর নারগিস আক্তার,অনুষ্ঠানের উপস্থাপক এ্যাড, শাহিন মোহাম্মাদ আমান-উল্লাহ,ডিআই-ওয়ান মো: লুৎফর রহমান প্রমুখ।