১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৫:৩০
মুন্সীগঞ্জের শীর্ষ ১২ মাদক সম্রাট আটকঃ জড়িত ২ ডিবি ক্লোজ
খবরটি শেয়ার করুন:

নিজেস্ব প্রতিবেদকঃ মাদক ব্যবসার শীর্ষ হোতাদের ধরতে পুলিশ এবার আটঘাট বেধে নেমেছে। মুন্সীগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী জাহিদ হাসান ওরফে জাহি ও আব্দুল মান্নান শেখ ওরফে মান্নাকে পুলিশ তন্নতন্ন করে খুঁজে পাচ্ছে না। ওদের ধরতে গিয়ে গত দুদিনের অভিযানে পুলিশ বিভিন্ন স্থান থেকে ১২ জন মাদক ব্যবসার সিন্ডিকেটকে গ্রেপ্তার করে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতার কারণে ইতিমধ্যে ডিবি পুলিশের এস.আই মনিরুজ্জামন ও এস.আই আলীমকে ক্লোজড করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে সদর থানার অন্যকোন পুলিশ সদস্য জড়িত রয়েছে কিনা এ ব্যাপারে তদন্ত চলছে বলে একটি সত্রে জানা গেছে

পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদের বিরুদ্ধে দুটি হত্যা এবং চাঁদাবাজি, মাদক, অপহরণ, সন্ত্রাসী কর্মকান্ডসহ আটটি মামলা রয়েছে। মান্নার বিরুদ্ধে মাদক, চাাঁদাবাজি, সন্ত্রাসীসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত মাদক সিন্ডিকেটের সদস্য হলো সুখবাসপুরের রাশেদ কবির সোহেল শেখ(৩৭), ছাত্র নেতা শাহারিয়ার(৩৩), মহসিন মোল্লা(৩৫), মো. আলী (৩৫), মামুন মন্ডল(৩৯), শাহীন হোসেন(৩৭), আব্দুর রহমান মোল্লা(৩৫), কবির আহমেদ(৩২), মো. সানি ভূইয়া(২৯), মো. জামাল বেপারী(৩২)। এদরেকে সদরের সুখবাসপুর, নয়াগাওসহ শহরের আশপাশ এলকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জাহি ও মান্না বর্তমানে সপরিবারে পলাতক রয়েছে।