২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:০৯
মুন্সীগঞ্জের পদ্মা সেতু এলাকা নদী গর্ভে বিলীন
খবরটি শেয়ার করুন:

লৌহজং প্রতিনিধি: উপজেলার মাওয়া পদ্মা সেতু প্রকল্প এলাকার চায়না মেজর ব্রীজের ১নং কোমার ভোগ ওয়ার্কশপ প্রজেক্টের কয়েকটি সেড ও সেতু কাজে বিপুল পরিমান মালামাল ভেঙে নদী গর্ভে বিলীন। গতকাল রাত সাড়ে ৮টা থেকে এভাঙন শুরু হয়। আজ সোমবার সকাল থেকে নদী শাসন ও পদ্মা সেতুর সংশ্লিষ্ট কতৃপক্ষ ভাঙন এলাকা পরিদর্শণ করেন।

এরপর কয়েক হাজার বালু ভর্তি জিও বেগ ভরে ভাঙন রোধে ফেলা হচ্ছে। ওয়ার্কশপের সেড, ব্রীজ, কাজের বেস কিছু জিনিস পত্র সহ ৭০০ ফুট দৈর্ঘ ও ৬০০ ফুটপ্রস্থ এলাকা নদী গর্ভে বিলীন হয়। এ ব্যাপারে সেতু বিভাগ ও নদী শাসনের কোন কর্তা ব্যাক্তি  কথা বলতে রাজি হন না। এ ব্যাপারে পদ্মা বহুমূখী সেতু প্রকল্পের সুপারিটেন্ডিং ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান আমার বিক্রমপুরকে  বলেন,উপরের নির্দেশ মতে আমরা কিছু বলতে পারব না ।

error: দুঃখিত!