২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৬:৩২
মুন্সিগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী ও লৌহজং উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম নির্বাচনী গণসংযোগ করেছেন।

আজ বুধবার বিকালে টংগিবাড়ী উপজেলার বড়লিয়া বাজার এলাকায় এই কর্মসূচি করেন তিনি।

গণসংযোগকালে সকলের সাথে কুশলাদি বিনিময় করেন এবং শোষণমুক্ত শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান অধ্যাপক এ বি এম ফজলুল করিম।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি এবং মুন্সিগঞ্জ-২ আসনের নির্বাচন সমন্বয়কারী মাওলানা এম এ বারী, টংগিবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ।