মুন্সিগঞ্জ, ৫ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বাংলাদেশ প্রিমিয়ার লীগে ৪-১গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটির কাছে হেরেছে আরামবাগ ক্রীড়া সঙ্ঘ।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়াম খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় জোড়া গোল করেন রহমতগঞ্জের ৭নং জার্সি পরিহিত স্ট্রাইকার মেহেবুব হাসান নয়ন।
এদিকে খেলার শুরুর ৪মিনিটে আরামবাগের মিডফিল্ডার নিশাত জামান উচ্ছাসের গোলে এগিয়ে থাকে আরামভাগ ক্রীড়া সঙ্ঘ। তবে ১৬মিনিটে পাল্টা গোল করে খেলা ১-১গোলে সমতায় আনে রহমগঞ্জের স্ট্রাইকার রেমি।
দ্বিতীয়ার্ধে ৫৩ ও ৭৬মিনিটে জোড়া গোল করে রহমতগঞ্জের স্ট্রাইকার মেহেবুব হাসান নয়ন। তার জোড়া গোলে গোলের ব্যবদান দাড়ায় ৩-১এ। গোলের ব্যবধান আরো বাড়ে রহমতগঞ্জের ১৯নং জার্সি পরিহিত ডিফেন্ডার খোরশেদের ৮৪মিনিটের গোলে। এতে ৪-১এ গোলে জয় পায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটি।
এদিকে খেলায় শৃংখলা ভঙ্গে রহমতগঞ্জ ৩জন ও আরামভাগের ১জন খেলোয়াড়কে দেখতে হয়েছে হলুদ কার্ড।