মুন্সিগঞ্জ সদরে আওয়ামী লীগের প্রার্থী আনিস উজ্জামান আনিস এবং তার দুই ছেলে জেলা যুবলীগের বহিস্কৃত সভাপতি আক্তারুজ্জামান রাজিব ও জালাল উদ্দিন রুমি রাজন এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মাহতাব উদ্দিন কল্লোল।
বৃহস্পতিবার (২৮ মার্চ) মুন্সিগঞ্জ শহরের একটি রেষ্টুরেন্টে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহতাব উদ্দিন কল্লোল। তিনি বলেন, ‘নির্বাচনি প্রচারণা শুরুর দিন থেকে আওয়ামী লীগ প্রার্থীর দুই ছেলে রাজিব ও রাজন একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করতে যা যা প্রয়োজন তার সব করেছে। প্রশাসনও নিয়মমাফিক চুপ ছিলো’
তিনি এসময় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘এখনো রাজন-রাজিবের আস্তানায় অভিযান চালালে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা যাবে’
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদের করা প্রশ্নের উত্তরে কল্লোল বলেন, ‘স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে আনিসের ছেলে রাজন যে ভাষায় কথা বলেছে তা শিষ্টাচারবহির্ভুত। তিনি আওয়ামী লীগের একজন নেতা। আমিও আওয়ামী লীগের একজন নেতা। তার কর্মী আমার কর্মী এক হতে পারে। তার কোন কর্মী আমার হয়ে ভোট চাইলে সেটার দায় আমি নিতে পারি না। কিন্তু সংসদ সদস্য আজ পর্যন্ত কোথায়ও নির্বাচন নিয়ে কোন বক্তব্য দেন নি। এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তীহিন।’
তিনি এসময় আরও অভিযোগ করেন, ‘আনিস একজন দুবৃত্ত পরায়ণ লোক। তার দুই ছেলের চরিত্রও এক ও অভিন্ন। এরা বিভিন্ন এলাকায় আমার নারী কর্মীদের হুমকি-মারধর, আমার নির্বাচনী ক্যাম্পে গিয়ে ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে। এসব বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে কয়েক দফা লিখিত অভিযোগ দিলেও তারা কোন ব্যবস্থা নেননি’