৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৪:৩১
মুন্সিগঞ্জ সদরে ভাঙাচোড়া রাস্তা পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মোঃ মহিউদ্দিন
খবরটি শেয়ার করুন:

গত রবিবার সৌদি প্রবাসী মোঃ আক্তার হোসেনের অনুরোধে  মুন্সিগঞ্জ সদর উপজেলা’র পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকার ভাঙ্গাচোরা রাস্তা পরিদর্শন করেন জেলা পরিষদ মুন্সিগঞ্জ এর প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন আহমেদ৷

পরিদর্শন শেষে এলাকাবাসীকে তিনি রাস্তা সংস্কারে দ্রুত ব্যাবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

এসময় ইউপি সদস্য সেলিনা কাউসার, আঃ আজিজ, সেলিম মাদবর, আঃ মালেক ছাড়াও স্থানীয় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগ এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে সৌদি প্রবাসী মো: আক্তার হোসেন জানান, এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখে আমি নিজ উদ্যোগে জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন সাহেবকে জানাই, আমার কথায় সাড়া দিয়ে তিনি রোববার রাস্তা পরিদর্শনে আসেন৷ এবং তিনি রাস্তা সংস্কারেরও আস্বাস প্রদান করেন ৷

error: দুঃখিত!