২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১২:৫২
মুন্সিগঞ্জ সদরের ৪৪ পূজা মণ্ডপে আর্থিক অনুদান বিএনপি’র
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সিগঞ্জ সদর উপজেলার ৪৪টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ সোমবার বেলা ১১টায় শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই অনুদান বিতরণ করা হয়।

জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ পূজা মণ্ডপগুলোর নেতাদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

এ সময় তিনি বলেন, ‘বিএনপি সবসময় মানুষের পাশে আছে। পূজা উদযাপনের সময় কোথাও কোনো বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। যেকোনো সমস্যার সমাধানে আমরা পাশে থাকবো।’

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র একে এম ইরাদত হোসেন মানু, পৌর বিএনপির সদস্যসচিব এডভোকেট মাহাবুব উল আলম স্বপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর হোসেন বাবুল, শাহাদাত হোসেন সরকার, কাজী বিপ্লব, সদর থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান ফকির, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক, জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান দেওয়ান, সাবেক সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা, শহর বিএনপির দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকা, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলাশ মাহমুদ, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুম পারভেজ খান, জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ-সভাপতি মো. রাইফুল ইসলাম।

এছাড়া জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মণ্ডল দুলাল, আহ্বায়ক কমিটির সদস্য অভিজিৎ দাস ববি, সদর উপজেলার সভাপতি ননী গোপাল হালদার, পৌরসভা সভাপতি ভবতোষ চৌধুরী নুপুরসহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।