মুন্সিগঞ্জ, ১৬ আগষ্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
অবৈধভাবে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পার্কিং করে যাত্রী পরিবহন করায় এমভি রফ রফ-৭ ও সোনারতরী যাত্রীবাহী লঞ্চকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ আগস্ট) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর এ আদালত পরিচালনা করেন।
আশরাফুল কবীর জানান, বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি রফ রফ-৭ যাত্রীবাহী লঞ্চটি পথিমধ্যে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পার্কিং করে যাত্রী পরিবহন করছিল। এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে চাঁদপুরগামী সোনারতরী যাত্রীবাহী লঞ্চও একই ঘাটে যাত্রী ওঠানামা করছিল। নিয়ম না মেনে অবৈধভাবে পার্কিং করায় লঞ্চ দুইটিকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া লঞ্চ কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
তিনি আরো জানান, লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে মাঝ নদীতে বড় লঞ্চে যাত্রী সরবরাহ করছিল অনেক ট্রলার। এ ব্যাপারেও সতর্ক করা হয়েছে।
এছাড়া মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ নৌপথে অবৈধভাবে বড় জাহাজ যাতে নোঙর না করে সেই ব্যাপারে নজরদারি করা হয়। এই নৌপথে যাত্রীবাহী লঞ্চগুলোর লাইসেন্সসহ আনুষাঙ্গিক কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। তবে বেশিরভাগ মালিক অনুপস্থিত থাকায় দুইটি লঞ্চের কাগজপত্র ঠিকঠাক পাওয়া যায়।