১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:২৩
মুন্সিগঞ্জ যুবলীগ সভাপতি রাজীব গ্রেফতারের পর জেলে
খবরটি শেয়ার করুন:
15

মুন্সিগঞ্জ সদরের রামশিং গ্রামে সম্পত্তি দখল করতে গিয়ে বাড়িঘর ভাংচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের মামলায় প্রধান আসামি ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ।

আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ডিবি ও থানা পুলিশ শহরের মানিকপুর এলাকায় তাকে গ্রেফতার করে। পরে থানা হেফাজতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজীবকে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় মুন্সিগঞ্জ সদর থানা প্রাঙ্গণসহ শহরের বিভিন্ন পয়েন্টে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করে অবস্থান নেয় সদর থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম। মামলার আসামি ও জেলা যুবলীগ সভাপতির সহযোগীরা যেন শহরে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করতে না পারে তা প্রতিরোধে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি আলমগীর হোসাইন।

অন্যদিকে সদর থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুর ২টার দিকে রাজীবকে মুন্সিগঞ্জ আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। বিচারক আগামীকাল বুধবার শুনানির দিন ধার্য করে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। রাজীব মুন্সিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামানের বড় ছেলে ও জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের ভাতিজা।