২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:০১
মুন্সিগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃ.ত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে অসুস্থ হয়ে আবুল কাশেম ঢালী (৭০) নামের এক কয়েদির মৃ.ত্যু হয়েছে। তিনি একটি চেক ডিজঅনার মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ২ মাসেরও কিছু বেশি সময় ধরে জেলা কারাগারে বন্দি ছিলেন।

আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন ওই কয়েদিকে।

মৃত আবুল কাশেম সদর উপজেলার মহাকালি ইউনিয়নের কেওয়ার-নুরাইতলী এলাকার আব্দুস সামাদের পুত্র।

জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ মৃধা এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বুধবার বিকালে কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক জানান- বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।’

জেলার আরও জানান, মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কাল পরিবারের কাছে হস্তান্তর হতে পারে।’

error: দুঃখিত!