মুন্সিগঞ্জ জেলা কারাগারে সায়েদ (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীণ অবস্থায় তিনি মারা যান।
সায়েদ সদর উপজেলার মুক্তারপুর মালীপাথর এলাকার বাসিন্দা।
জেলা কারাগারের জেলার মো. আবদুল্লাহ জানান, কারাগারে সায়েদ অসুস্থ হয়ে পড়লে ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে দুটি মাদক মামলা চলমান ছিল।
এদিকে সায়েদের স্ত্রী মজিদা বেগম অভিযোগ করে বলেন, ‘অসুস্থ অবস্থায় ১৫ দিন আগে তাকে আটক করা হয়। আজ সকালে শুনতে পাই, সে মারা গেছে। চিকিৎসার অবহেলায় আমার স্বামীর মৃত্যু হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক বলেন, ‘সায়েদের হার্টে সমস্যা ছিল। তার লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।