২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:১৯
মুন্সিগঞ্জ আদালতে মাসিক সর্বোচ্চ মামলা নিস্পত্তি করায় পুরস্কৃত ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ জানুয়ারি ২০২৫, শ্রীকান্ত দাস (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ আদালতে এক মাসে সর্বোচ্চ ১০৪টি মামলা নিস্পত্তি করায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলামকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের খাসকামরায় শুভেচ্ছা স্মারক প্রদান করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

জানা গেছে, এই প্রথমবারের মত মুন্সিগঞ্জ আদালতে গেল ডিসেম্বর মাসে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারাধীন থাকা ১০৪ টি মামলা নিস্পত্তি করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম। এতে ৫৩ টি মামলায় খালাস দেওয়া হয়, ১০ টি মামলায় সাজা দেওয়া হয় ও অন্যান্য কারনে ৪১ টি মামলাসহ মোট ১০৪ টি মামলা নিস্পত্তি করতে সক্ষম হয়েছে বিচারক।

এতে আদালতের বিচারকদের সিদ্ধান্তে মো. শহিদুল ইসলামকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাছিম বিল্যাহ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক জুলফিকার হোসাইন রনি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মানিক দাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মুহসিনা হোসেন তুষি, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান প্রমূখ।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বেঞ্চ সহকারি জীবন সরকার জানান, প্রথমবারের মতো মুন্সিগঞ্জ আদালতে এক মাসে সর্বচ্চ ১০৪ মামলা নিস্পত্তি করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম। এতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন মহোদয় অভিনন্দন জানিয়ে শহিদুল ইসলাম স্যারকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছেন।

error: দুঃখিত!