২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১০:৫৮
মুন্সিগঞ্জে ৫ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি ধরা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা মূল্যের দুই মণ গাঁজাসহ আব্দুল মালেক (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। আটক মাদক কারবারি আব্দুল মালেক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মোস্তফাপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

এ ঘটনায় আজ রোববার বিকাল সাড়ে ৩টার দিকে র‌্যাবের ডিএডি মো. মজিবুর বাদী হয়ে মাদক আইনে গজারিয়া থানায় একটি মামলা রুজু করেন।

এর আগে শনিবার দিনগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় ঢাকাগামী সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে দুই মণ গাঁজাসহ তাকে আটক করে র‍্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় মাদক ব্যবসায়ী পিকআপ ভ্যানে মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে। ওই দিন রাত ৩টার দিকে র‌্যাবের একটি দল তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় ঢাকাগামী সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। সন্দেহজনক একটি পিকআপ থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা দুই মণ গাঁজাসহ আব্দুল মালেক নামে ওই ব্যক্তিকে আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় র‌্যাব।

গজারিয়া থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, র‌্যাবের পক্ষ থেকে উদ্ধারকৃত গাঁজা ও গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতাকে থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

error: দুঃখিত!