২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১১:৩৬
মুন্সিগঞ্জে ৪ ঘন্টার ব্যবধানে কুকুরের কামড়ে আহত ৩৭ জন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চলের পৃথক ৪ টি গ্রামে ৪ ঘন্টার ব্যবধানে কুকুরের কামড়ে অন্তত ৩৭ জন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি, উত্তর চরমুশুরা, দক্ষিণ চরমুশুরা ও চরকেওয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। আশংকাজনক অবস্থায় আল-আমিন (১৪), মেহেজাবিন (৭), মরিয়ম (৩), মিরাজ (৮), মাহাবুব (৮) ও নুসাইবাকে (৭) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

কুকুরের কামড়ে আহত উত্তর চরমুশুরা গ্রামের ডলি বেগম (৬০) বলেন, দুপুর ২ টার দিকে আমাকে একটি কুকুর কামড়ায়। এরপর আরো বেশ কয়েকজনকে কামড় দিয়েছে। উত্তর চরমুশুরা গ্রাম ছাড়াও আরো কয়েকটি গ্রামে কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতাউল করিম বলেন, দুপুর আড়াইটার পর থেকেই কুকুরের কামড়ের শিকার হয়ে আহতরা হাসপাতালে আসতে শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত ৩৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৬ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

error: দুঃখিত!