৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১২:৫৫
মুন্সিগঞ্জে ৩ দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্মসূচি
খবরটি শেয়ার করুন:

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমাবেশ ও প্রতিবাদ মিছিল

জাতিসংঘের তত্বাবধানে দেশে গত ৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী সাম্প্রদায়িক সহিংস ঘটনাবলির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্তসহ সংগঠনের অন্যান্য নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং সারাদেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার চির অবসান, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মুন্সিগঞ্জে সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখা।

আজ শনিবার বিকালে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী।

মুন্সিগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তপন রাজবংশীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি পলাশ দে, সাংগঠনিক সম্পাদক নারায়ণ চৌধুরী টিটু, জেলা যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি দীপক চন্দ্র মন্ডল, গজারিয়া ঐক্য পরিষদের আহবায়ক হরিচরণ বর্মণ, সিরাজদিখান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নারায়ণ চন্দ্র কর্মকার, সমন মন্ডল, সিরাজদিখান যুব ঐক্য পরিষদ নেতা সঞ্জয় দে, টঙ্গীবাড়ি যুব ঐক্য পরিষদ নেতা শুভ দেবনাথ, লৌহজং উপজেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি সনৎকুমার চক্রবর্তীসহ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

error: দুঃখিত!