২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১১:৩৩
মুন্সিগঞ্জে ২৭ কেজি গাঁজাসহ আটক ১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে র‌্যাব-১১ এর অভিযানে ২৭ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক হয়েছেন।

আজ শনিবার দুপুরে উপজেলার মালামত এলাকা থেকে অভিযানে মৃত আব্দুল খালেক বেপারীর ছেলে মো. আজিম (৩০) কে ২৭ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে।

র‌্যাবের দাবি, আটক আজিম অটোরিক্সার গ্যারেজ ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার ব্যবসা চালিয়ে আসছে। সে বিভিন্ন কৌশলে গাঁজা নিয়ে এসে মুন্সিগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্যের সত্যতা স্বীকার করে আজিম।

র‌্যাব-১১ মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

error: দুঃখিত!