১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ২:৪০
মুন্সিগঞ্জে ২টি বিদেশি পিস্তল, ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ২টি বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এসময় একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ শনিবার সকালে র‌্যাব-১০ এর শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভাগ্যকুল ইউনিয়নের আল-আমিন বাজার এলাকায় অভিযান চালায়।

র‌্যাব জানায়, এসময় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরতদের ধাওয়া দিলে তিনজনকে গ্রেপ্তার করা হয়, তবে আরও দুজন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জাহাঙ্গীর হোসেন ওরফে আলামিন (৪০), পিতা মৃত সেকেন্দার হোসেন আলী, মাওয়া পুরাতন ঘাট, পদ্মা সেতু উত্তর থানা। মো. দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪০), পিতা শাহ আলম, কুমারভোগ, পদ্মা সেতু উত্তর থানা। শওকত আকবর (২৮), পিতা আজাহার দেওয়ান, মাঘঢাল, শ্রীনগর।

অভিযানে উদ্ধার করা হয়— ২টি বিদেশি পিস্তল ও ম্যাগজিন, ১৫ রাউন্ড তাজা গুলি, ১৫০ বোতল ফেনসিডিল, ১ বোতল বিদেশি মদ, নগদ ১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা, ১টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন।

সিনিয়র সহকারি পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, র‌্যাব-১০, মুন্সিগঞ্জের মো. আনোয়ার হোসেন বিকালে এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে জাহাঙ্গীর হোসেন ও দোলোয়ার হোসেনের বিরুদ্ধে পূর্বে মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদকের সিন্ডিকেট গড়ে তুলে এলাকায় নানা অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।