১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৬:০৩
মুন্সিগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ ৫৫ লক্ষাধিক টাকার মাদক ধ্বংস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ মে ২০২৫, শ্রীকান্ত দাস (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ আদালতের চলমান ও নিষ্পত্তি ১৫৭ মামলার প্রায় ৫৫ লক্ষাধিক টাকার মাদক ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার বিকাল ৩ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পাশে এসব মাদক ধ্বংস করেন আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

ধ্বংসকৃত মাদকের মধ্যে ১০৫ কেজি গাঁজা, ৮৯ বোতল ফেনসিডিল, ২৭ ক্যান বিয়ার, ১৩ লিটার মদ, ৩ হাজার ৮ শত ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৮০ পুরিয়া হেরোইনসহ অন্যান্য মাদক রয়েছে। এসব মাদকের মূল্য প্রায় ৫৫ লক্ষাধিক টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর শিবনাথ কুমার সাহা।

তিনি জানান, গাঁজা ওজন দিয়ে মেপে আগুনে পুড়িয়ে, ফেন্সিডিল ও বিয়ার দা দিয়ে কুপিয়ে ও ইয়াবা ট্যাবলেটসহ বিদেশি মদ পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কোর্ট ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম মিঞা, আদালত মালখানার দায়িত্বে থাকা পুলিশের এসআই ইসফাত আরা খানমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।