মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই নারীসহ তিনজনকে হেরোইনসহ আটক করা হয়েছে; যাদের মাদক বিক্রেতা বলছে র্যাব।
র্যাব-১১ মুন্সিগঞ্জ ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার বাঘরা এলাকা থেকে বুধবার রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার পূর্ব বাঘরা গ্রামের জয়নালের ছেলে মো. উজ্জল বেপারী (৩৫), জয়নাল বেপারীর স্ত্রী কাঞ্চন মালা (৬০) ও মিন্টু শেখের মেয়ে মৌসুমী আক্তার (১৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে ১২৫ পুড়িয়া হেরোইনসহ তাদের আটক করা হয়।”