মুন্সিগঞ্জ, ৯ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করার সময় সাংবাদিকের উপর হামলার ঘটনায় হোসেন্দি ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু তার ভাই গাজীপুর আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইকবাল হক স্বপন ও তাদের ভাতিজা তানভির হক তুরিনসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
গতকাল বুধবার দুপুরে গজারিয়া থানায় দৈনিক মানবজমিন পত্রিকার মুন্সিগঞ্জ প্রতিনিধি গোলজার হোসেন এই অভিযোগ করেন।
গোলজার হোসেন জানান, হোসেন্দির ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল সোহেল রানাকে মারধর করছিলো আনারস প্রতীকের সমর্থক ও ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু, তার ভাই স্বপন ও ভাতিজা তুরিন। সেই দৃশ্য ধারণ করতে গেলে ক্ষিপ্ত হয়ে উঠেন তারা। এসময় পুলিশের উপস্থিতিতে মোবাইল ফোন কেড়ে নিয়ে ছবি ও ভিডিও ডিলেট করে দেয়া হয়।
পরে লোকজন নিয়ে এসে ওই কেন্দ্রের ভেতরে থাকা অন্তত ৭ জন সাংবাদিককে প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ করে রাখেন ইউপি চেয়ারম্যান মিঠু।
গতকাল বুধবার সকাল সোয়া ৯ টার দিকে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রের বাইরে আনারস প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল হকের সমর্থক মনিরুল হক মিঠু তার লোকজন নিয়ে কেন্দ্র দখলের উদ্দেশ্যে জড়ো হন। পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কায় কেন্দ্রের দায়িত্বে থাকা একজন পুলিশ কনস্টেবল মো. সোহেল রানা সবাইকে সরে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশকে মারধর শুরু করেন মিঠু ও তার লোকজন। ঘটনাটি পাশ থেকে ছবি এবং ভিডিও করছিলেন ওই সাংবাদিক। পরে পুলিশকে রেখে সাংবাদিকের ফোন ছিনিয়ে নিয়ে তাকে মারধর করতে থাকেন মিঠু ও তার লোকজন।
মারধরের শিকার পুলিশ কনস্টেবল মো. সোহেল রানা বলেন, কেন্দ্রের পাশে একটি দোকান ছিল। সেখানে আনারস প্রতীকের সর্মথকরা জড়ো হচ্ছিল। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আমি তাদেরকে সরে যেতে বলি। সে সময় আনারসের সমর্থকরা আমার উপর হামলা চালায়। সাংবাদিক ছবি তোলায় তাকেও মারধর করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, ‘এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। সাংবাদিকের উপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’
মুন্সিগঞ্জ পুলিশ সুপার আসলাম খান বলেন, ‘সাংবাদিকের উপর হামলার ঘটনা ন্যক্কারজনক। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা দেয়া হয়েছে।’