১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:৩১
মুন্সিগঞ্জে সরকারি খাল ভরাটের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা, মালামাল জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি খাল অবৈধভাবে ভরাটের অপরাধে মো.জাহাঙ্গীর আলম, আনিস ও মো.রুহুল আমিন নামের তিনজনকে ২ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার সন্ধ্যায় উপজেলার মালখানগর ইউনিয়নের জোড়পুল নামক স্থানে মাটি ভরাটকালে ভ্রাম্যমাণ আদালত এই রায় দেন। এ সময় ২ টি পাম্প মেশিন ও ২ টি ড্রেজার ইঞ্জিন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাব্বির আহমেদ সাজ্জাদ।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ সাজ্জাদ জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)আইন ২০০৯/ ৫নং বিধি (৫ম তফসিল )এর ৮৯ ধারায় বিধান মতে ২ লক্ষ ১৫ হাজার টাকা অর্থদন্ড অথবা অনাদায় ৩ মাসের কারাদন্ডের আদেশ করা হয় । গতকাল সোমবার জরিমানার টাকা পরিশোধ করে দন্ডপ্রাপ্তরা ।

error: দুঃখিত!