২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:১৬
মুন্সিগঞ্জে সড়ক ও সেতু অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সড়ক ও সেতু অবরোধ করে ৬ দফা দাবি জানিয়েছে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।পরে প্রশাসনের আশ্বাসে সড়ক ছেড়ে যান তারা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুক্তারপুর সেতুর মুন্সিগঞ্জ অংশের সড়কে বসে পড়েন দুই শতাধিক শিক্ষার্থী। এসময় প্রায় এক ঘন্টা যানবাহন সেতুতে যানবাহন উঠানামা বন্ধ থাকে। আন্দোলনকারী শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দেন।

৬ দফা দাবিতে যা আছে

শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে রয়েছে- ১. ‘ক্রাফট ইন্সট্রাক্টর’ পদের নাম পরিবর্তন করে ল্যাব এসিস্ট্যান্ট/কারখানা সহকারি অথবা অন্য নামে নামকরণ করা ২. ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা পূর্বের ন্যায় এইচএসসি করা ৩. ২০২১ সালের নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে অপসারণ করা ৪. সকল শিক্ষক কর্মচারিদের নিয়োগবিধি সংশোধন করা ৫. ক্রাফট ইন্সট্রাক্টরদের মামলা প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করা ৬. নন- টেকনিক্যাল বিষয় কমিয়ে টেকনিক্যাল বিষয় ডিপ্লোমা শিক্ষায় বেশি অন্তর্ভুক্ত করতে হবে যেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে দক্ষ বেশি হওয়া যায়।

পরে আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমানসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিগগিরই দাবি পূরণের আশ্বাস দিলে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

error: দুঃখিত!