৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:৪৩
মুন্সিগঞ্জে সওজের ৩৩১ শতাংশ জমি দখলমুক্ত
খবরটি শেয়ার করুন:

বৃষ্টি ও স্থানীয়দের প্রবল বাধা উপেক্ষা করে মুন্সিগঞ্জে সড়ক ও জনপথের বেদখল হওয়া জায়গা দখলমুক্ত করা হয়েছে।

এসময় প্রায় তিন শতাধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।

গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চালায় মুন্সিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ।

মুন্সিগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রশীদ জানান, দখলদাররা দীর্ঘবছর ধরে সড়ক ও জনপথ বিভাগের ৩৩১ শতাংশ জায়গা দখল করে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে।
কয়েকবার নোটিশ দিলেও তারা দখল ছাড়েনি। তাই আজ সকাল থেকে উচ্ছেদ অভিযানে নেমেছি। দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে। দখলদারদের অপসারণ করে আগামী এক বছরের মধ্যে কমপ্লিট দৃষ্টিনন্দন একটি বিভাগীয় অফিস করা হবে।

এই অফিসের মাধ্যমে মুন্সিগঞ্জের সার্বিক উন্নয়নমূলক কাজগুলো তদারকি করা হবে।

এদিকে, উচ্ছেদ অভিযানের সময় ব্যবসায়ীদের বাধার মুখে পরে কতৃপক্ষ।

error: দুঃখিত!