১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৮:৫৭
মুন্সিগঞ্জে রাতের আঁধারে ১০ ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরে রাতের আঁধারে পরপর ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক তৈরি হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী তৎক্ষণাৎ এলাকাটিতে পৌছালে বিস্ফোরণকারীরা পালিয়ে যায়। পরে ব্যাপক তল্লাশী চালানো হয় ওই এলাকায়।

মঙ্গলবার (২৩ জুলাই) রাত সোয়া ১১টার দিকে জেলা শহরের খালইস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এক বাসিন্দা জানান, খালইস্টের মেথরপট্টির কাছে রাত সোয়া ১১টার দিকে আকস্মিক ৮-১০ টি ককটেল বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে ওঠে আশপাশের এলাকার মানুষ। টনক নড়ে পুলিশের।

কারফিউ অবস্থায় পুরো জেলাই ছিল শান্ত। এ সময় আতঙ্কের তকমা দিতে কারা এই ঘটনা ঘটালো, তার মূল উৎপাটনের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

ককটেল বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব।

তিনি বলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য বিশেষ একটি মহল এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে।

তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত করা যায়নি। তবে বর্তমানে ওই এলাকা পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে জানান পুলিশ সুপার।

error: দুঃখিত!